Mohunbagan

পজিশনের ক্ষেত্রে কোচের সিদ্ধান্ত অনুযায়ী আমি খেলতে চাই - রবসন

খেলা

গত সোমবার সকালে কলকাতায় নামার পর মঙ্গলবার অনুশীলনে যোগ দিয়েছিলেন মোহনবাগানের নতুন ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রোবিনহো। অনুশীলনের আগে সাংবাদিক সম্মেলনে এসে রবসন জানান ' বাংলাদেশের সঙ্গে এদেশের  ফুটবলে তফাৎ রয়েছে কিছু । মাঠ , খেলোয়াড় এবং সমর্থকরা এখানে অনেক প্যাশনেট। এখানে এবং ঐখানেও অনেক ভালো মানের খেলোয়াড়রা রয়েছে। আমি এই দলের হয়ে নিজের সেরাটা দিতে চাই '। তার প্রাক্তন কোচ অস্কার ব্রুজন বর্তমানে রয়েছেন ইস্টবেঙ্গলের দায়িত্বে। তিনি কেন মোহনবাগানকে বাছলেন। মোহনবাগান যোগ দেওয়ার আগে তার সঙ্গে কথা হয়েছে কিনা । এই প্রসঙ্গে তিনি বলেন ' আমি মোহনবাগানকে বাছিনি। বরং মোহনবাগানই আমাকে বেছে নিয়েছে '। তিনি মূলত লেফট উইং ফরোয়ার্ডে খেলে থাকেন। তবে এই মোহনবাগান দলে এই পজিশনে লিস্টন, সাহালের মত খেলোয়াড়রা রয়েছেন। নতুন জায়গায় খেলতে মুখিয়ে আছেন কিনা । এই প্রসঙ্গে তিনি বলেন ' এই সিদ্ধান্তটা সম্পূর্ণ কোচের উপরই নির্ভর করছে। যে জায়গাতেই খেলি। আমি ১০০ শতাংশ দিতে চাই ' । বিশ্বের সেরা দুই খেলোয়াড় মেসি এবং রোনাল্ডো নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ' মেসি ও রোনাল্ডো দুই ভিন্ন ধরনের ফুটবলার। আমার দুইজনই খুব প্রিয়। কিন্তু আমি রোনাল্ডোকেই বেশি অনুসরণ করি ' । সাংবাদিক সম্মেলনের পর অনুশীলনে নামেন রবসন। মূল দলের সঙ্গেই অনুশীলন সাড়েন তিনি। অনুশীলনে তাকে দেখে যথেষ্টই ফিট লাগছিল। কিছুক্ষণ পর বৃষ্টি নামায়। সেই বৃষ্টি মাথায় দিয়েই অনুশীলন করছিল গোটা মোহনবাগান দল। তবে সম্ভবত চোট থাকার কারণেই শুধুমাত্র মূল দলের সঙ্গে খানিকটা পৃথক হয়ে ফিজিকাল ট্রেনারের সঙ্গে অনুশীলন সাড়ছিলেন অনিরুদ্ধ থাপা। চ্যাম্পিয়ন্স লিগের খেলা আগামী ১৬ তারিখ রয়েছে মোহনবাগানের। তার মধ্যেই রবসনকে  স্কোয়াডের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। এর আগেও বসুন্ধরা কিংসে খেলার সময় এ এফসি কাপে খেলেছেন তিনি। ফলে এই প্রতিযোগিতায় নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই মোহনবাগানের নন্দন কাননে ফুল ফোটাতে চান রবসন।

Comments :0

Login to leave a comment