SFI Protests NEP

জাতীয় শিক্ষানীতি রাজ্যে নয়,
অবরোধ এসএফআই’র

কলকাতা

SFI Protests NEP কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পোড়ানো হচ্ছে ইউজিসি’র সার্কুলারের কপি।

‘জাতীয় শিক্ষানীতি-২০২০’ বাতিলের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধ করল এসএফআই। পোড়ানো হলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি’র সার্কুলার। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি প্রয়োগের প্রতিবাদ করা হয়েছে সরবে।

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে সারা দেশেই আন্দোলন চলছে। এই শিক্ষানীতির রূপরেখা মেনে বদলানো হচ্ছে সিলেবাস। বাদ যাচ্ছে ডারউইনের বিবর্তনবাদ, বাদ পড়ছে মুঘল শাসনও। শিক্ষা আন্দোলন বলেছে, সরকারি স্কুল-কলেজ বন্ধ করে ব্যবসায়ীদের হাতে শিক্ষাকে তুলে দেওয়ার রাস্তা আরও চওড়া হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। 

সোমবার একাধিক ক্যাম্পাস ছুঁয়ে বিক্ষোভ মিছিল পৌঁছায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। রাস্তা অবরোধের পাশাপাশি ও সভাও হয়। পোড়ানো হয় শিক্ষাবিরোধী ইউজিসি সার্কুলার। এসএফআই নেতৃবৃন্দ বলেছেন, রাজ্যের সরকার এই সার্কুলারের হুবহু প্রতিলিপি কলেজ বিশ্বদিদ্যালয়গুলিতে পাঠাচ্ছে। জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে প্রয়োগ করা চলবে না।  

Comments :0

Login to leave a comment