YECHURY CONDOLENCE LONDON

ইয়েচুরিকে স্মরণ লন্ডনে

আন্তর্জাতিক

লন্ডনে কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণসভায় বক্তব্য রাখছেন ময়ূখ বিশ্বাস।

সীতারাম ইয়েচুরির স্মরণসভা হলো লন্ডনে। মার্কস মেমোরিয়াল লাইব্রেরিতে হয় এই সভা। এসএফআই ইউকে শাখা এই সভার আয়োজন করে।
এসএফআই’র সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন ইয়েচুরি। প্রয়াণের সময় ছিলেন সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক। 
সভায় বক্তব্য রাখেন এসএফআই’র সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, ইন্ডিয়ান ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (গ্রেট ব্রিটেন) হরসেভ বইন্স। রেল ও পরিবহণ কর্মী সংগঠনের জাতীয় সভাপতি অ্যালেক্স গর্ডন, কিউবার দূতাবাসের মার্তা কাস্তিলো, এসএফআই (ইউকে) সম্পাদক নিখিল ম্যাথিউ, কমিউনিস্ট পার্টি অব গ্রেট ব্রিটেনের লন্ডন সম্পাদক রবিন ট্যালবট, ইয়ং কমিউনিস্ট লিগের লন্ডন সেক্রেটারি বেন উডওয়ার্ড প্রমুখ।
২৩ সেপ্টেম্বর স্মরণ সভার পর এসএফআই এবং ইয়ং কমিউনিস্ট লিগের দ্বিপাক্ষিক আলোচনা সভা হয়। পারস্পরিক সংহতি বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment