SIR Supreme Court

এসআইআর: প্রয়োজনে পিছানো হবে খসড়ার তারিখ, বললেন প্রধান বিচারপতি

জাতীয় রাজ্য

প্রয়োজন দেখলে পিছিয়ে দেওয়া হতে পারে এসআইআর’র খসড়া তালিকা বের করার দিন। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এসআইআর’র বিরুদ্ধে দায়ের মামলায় মৌখিকভাবে এই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। 
তবে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় শুনানির পরবর্তী দিন দেওয়া হয়েছে ৯ ডিসেম্বর। সেদিনই খসড়া প্রকাশিত হওয়ার কথা।
শুনানির দিনই যে খসড়া প্রকাশের তারিখ সে বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনা হয়। তিনি বলেছেন, প্রয়োজন মনে করলে ওই দিনই পিছানোর নির্দেশ দেওয়া যেতে পারে। 
প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে বেঞ্চে ছিলেন জয়মাল্য বাগচী। 
পশ্চিমবঙ্গের আগে কেরালায় ২ ডিসেম্বর এবং তামিলনাডুর মামলায় ৪ ডিসেম্বর শুনানির দিন রয়েছে।
এদিন বিচারপতিদের বেঞ্চ তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মামলায় পাল্টা হলফনামা দাখিল করতে বলেছে নির্বাচন কমিশনকে।   
তামিলনাডুর এসআইআর নিয়ে মামলা দায়ের করেছে সরকারে আসীন ডিএমকে। সিপিআই(এম)’র পক্ষে মামলা দায়ের করেছেন রাজ্য সম্পাদক পি সম্মুগম। 
পশ্চিমবঙ্গে এসআইআর’র বিরুদ্ধে মামলা করেছেন তৃণমূলের দোলা সেন, প্রদেশ কংগ্রেসের শুভঙ্কর সরকার। 
তামিলনাডুর এসআইআর’র বিরুদ্ধে আবেদনে বলা হয়েছে যে নির্বাচন কমিশন নাগরিকত্ব ঠিক করার দায়িত্ব নিতে চাইছে। ২০২৪’র জানুয়ারিতেই তো সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তা’হলে ফের কেন এই এসআইআর। বকলমে এই এসআইআর-কে ব্যবহার করে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি করার চেষ্টা হচ্ছে।  

Comments :0

Login to leave a comment