এসএসসি গ্রুপ সি এবং ডি’র অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিনহা শুনানিতে বলেন, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি ৭২৯৩ জন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় দাগিদের রোল নম্বর, নম্বর, বাবার নাম, ঠিকানা উল্লেখ করতে হবে এসএসসিকে। আদালেত কমিশনের তরফে জানানো হয়েছে, ৩৫১২ দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আদালতের স্পষ্ট জানিয়েছে ওএমআর মিস ম্যাচ, ব়্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল সহ ভিন্ন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে।
২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে।
অন্যদিকে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত বিবেচনা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এদিন এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তারা জানিয়ে দিয়েছে এই রায় বহাল থাকবে। প্রধান বিচারপতি জানিয়েছেন, ভাল পড়ুয়া হলে তিনি আবার ঠিক নিযুক্ত হয়ে যেতে পারবেন।
High Court
এসএসসির গ্রুপ সি এবং ডি’র অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
×
Comments :0