নজরদারির জন্য ‘সঞ্চার সাথী’ অ্যাপ সব মোবাইলে বাধ্যতামূলক করছে কেন্দ্র। প্রশ্নের মুখে তা এড়াচ্ছে মোদী সরকার। সিপিআই(এম) বলেছে, কোথাও কোনও আলোচনা ছাড়া এই ‘স্পাইওয়ার’ বাধ্যতামূলক করা হয়েছে। ব্যক্তিগত স্বাতন্ত্র্যের অধিকার মৌলিক অধিকার। তাকে লঙ্ঘন করছে কেন্দ্রের এই পদক্ষেপ।
অভিযোগ এড়াতে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দাবি ‘সঞ্চার সাথী’ অ্যাপ প্রতিটি মোবাইলে বাধ্যতামূলক করা হচ্ছে না।
সংসদের বাইরে সিন্ধিয়া সংবাদমাধ্যমে বলেন, নজরদারি করার উদ্দেশ্যে এই অ্যাপ চালু করা হয়নি। এই অভিযোগ ঠিক নয়।
সিন্ধিয়ার বক্তব্য যদিও প্রশ্নের মুখে পড়ছে। কারণ টেলিযোগাযোগ দপ্তর মোবাইল নির্মাতাদের নির্দেশ দিয়েছে যে প্রতিটি হ্যান্ডসেটে এই অ্যাপ রাখতে হবে। এই অ্যাপ অকেজো করাও যাবে না।
এদিন কলকাতায় সাংবাদিক সম্মেলনে টেলিযোগাযোগ মন্ত্রকের নির্দেশিকা বাতিলের দাবি জানান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সিন্ধিয়া বলেছেন, কেউ চাইলে এই অ্যাপ চালু করতে পারে, কেউ না চাইলে ডিলিট করে দিতে পারে।
এর আগে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ‘পেগাসস’-র মাধ্যমে নজরদারিতে নেমেছিল।
এদিকে টেলিযোগাযোগ মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে যে নতুন স্মার্টফোন হ্যান্ডসেটে ‘সঞ্চার সাথী’ রাখতেই হবে। বলা হয়েছে, অ্যাপ যাতে ব্যবহারকারী দেখতে পান এবং তাকে অকার্যকর যাতে করা না যায় নিশ্চিত করতে হবে। আরও বলা হয়েছে এর আগে তৈরি যে হ্যান্ডসেট ব্যবহার হচ্ছে, সেখানে সফ্টওয়ার আপডেটের সঙ্গে এই অ্যাপ ডাউনলোড হবে।
হ্যান্ডসেট নির্মাতাদের এই নির্দেশ কার্য করার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে।
নরেন্দ্র মোদী সরকারকে বিরোধীরা বারবার চিহ্নিত করেছে নাগরিকদের ওপর নজরদারির ফন্দি ফিকিরের জন্য। ‘সঞ্চার সাথী’ তার সাম্প্রতিকতম নমুনা, বলেছেন বিরোধীরা।
Sanchar Sathi
মোবাইলে ‘সঞ্চার সাথী’ বাধ্যতামূলক নজরদারির জন্য, বলল সিপিআই(এম)
×
Comments :0