সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পোস্টকে বিকৃত করে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। লালবাজারে সাইবার শাখায় অভিযোগ জানিয়েছেন সেলিম।
পার্থ গাঙ্গুলি নামে এক তৃণমূলের সমর্থক সমাজ মাধ্যম এক্সে অবমাননাকর একটি ছবি পোস্ট করে। সেলিম জানিয়েছেন এমন বেশ কিছু পোস্ট তাঁর এবং পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে করা হচ্ছে।
শনিবার সোশ্যাল মিডিয়ায় জনৈক পার্টি সমর্থক সেলিমের একটি ছবি শেয়ার করে লেখেন “তিলোত্তমাকে মনে রেখে। তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে স্বাক্ষর সংগ্রহে করছেন মহম্মদ সেলিম।” সেই পোস্টটি আবার শেয়ার করে ওই পার্থ গাঙ্গুলী লেখেন, “একজন ধর্ষক এক ধর্ষিতার বিচারের জন্য সই সংগ্রহ করছে…..” যা নিয়ে দেখা দেয় তীব্র বিতর্ক। ঘটনার অভিঘাতে আইনের দ্বারস্থ হন সেলিম। লাল বাজারে সাইবার সেলে ইতিমধ্যেই ওই ব্যক্তির নামে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় এফআইআর করা হয়েছে বলে জানয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক। এফআইআর-এ তিনি উল্লেখ করেছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এবং তাঁর পার্টি সিপিআই(এম)এর ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত, কিছু দিন আগেই ডিওয়াইএফআই সম্পাদক মীনাক্ষী মুখার্জির নামেও একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে অসঙ্গত পোস্ট করার ঘটনা ধরা পড়ে । যার বিরুদ্ধে মীনাক্ষী লালবাজারে অভিযোগ দায়ের করেন।
md selim complains about hatred
পোস্ট বিকৃত করে বিদ্বেষ, লালবাজারে অভিযোগ সেলিমের
×
Comments :0