Shubhman Gill's Charismatic Captaincy

অধিনায়োকোচিত ইনিংসেই মন জয় করছেন গিল

খেলা

ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ

গত বুধবার এজবাস্টনে ভারত ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ম্যাচে উজ্জ্বল শুভমন গিলের পারফরম্যান্স। ২১৬ বলে ১১৪ তে এখনও পর্যন্ত নট আউট রয়েছেন গিল। এদিন টেস্টে নিজের সপ্তম শতরান করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি রেকর্ডও গড়লেন গিল। দ্বিতীয় ভারতীয় হিসেবে পর পর দুটি টেস্টে শতরান করে স্যার ডন ব্যাডম্যান , গ্রেম স্মিথ ও গ্যারি সোবার্সের মতো কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসলেন গিল। এছাড়াও গিলকে নিয়ে মোট চারজন অধিনায়ক ইংল্যান্ডের মাটিতে পর পর দুটি টেস্টে শতরান করার রেকর্ড গড়েছেন। এই তালিকায় রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান। যিনি ১৯৩৮সালে পর পর দুটি টেস্টে শতরান করেছিলেন। ১৯৯৬ তে স্যার গারফিল্ড সোবার্স এবং ১৯৯০ তে মহম্মদ আজহারউদ্দিনের পর ২০২৫এ শুভমন গিলও এই রেকর্ডের অংশীদার। এছাড়াও বিরাট কোহলি , বিজয় হাজারে এবং সুনীল গাভাস্কারের পর শুভমন গিল চতুর্থ ভারতীয় অধিনায়ক হিসেবেও ইংল্যান্ডের মাটিতে পর পর দুটি টেস্টে শতরান করলেন। ১৯৫১-৫২ তে বিজয় হাজারে এবগ ১৯৯০ তে আজহারউদ্দিন ইংল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে শতরান করে গেছিলেন এবং টেস্টে অধিনায়ক হিসেবে নিজেদের অভিষেকে লগ্নেই ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এইবার এই বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত হল গিলের নামও।

তবে গত বুধবারের তার এই পারফরম্যান্স শুধুমাত্র মাইলফলক স্পর্শ করার মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রশংসিত হচ্ছে চাপের মুখে তার ঠাডা মাথায় সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাও। ৯৫রানে ২ উইকেট থাকা অবস্থায় গিল ব্যাট করতে নামার পর যশস্বীর সঙ্গে জুটি বেঁধে করেন ৬৬রান। এরপর রবীন্দ্র জাদেজার সঙ্গে ৯৯রানের পার্টনারশিপও গড়েন গিল। সমস্ত চাপকে এক ফুৎকারে উড়িয়ে গিল খেলা একেবারেই অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছেনা। গিল দায়িত্ব নিয়েই নিজের এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে ভারত তথা বিশ্বক্রিকেটের ইতিহাসে একজন সেরা অধিনায়ক ও ক্রিকেটার হয়ে উঠবেন।  বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শুরুর আগে ক্রিজে রয়েছেন শুভমন গিল ( ১১৪রান ) এবং রবীন্দ্র জাদেজা  ( ( ৪১ রান ) । ৫ উইকেট হারিয়ে ৮৫ ওভারে ৩১০ রানে রয়েছে ভারত।      

Comments :0

Login to leave a comment