রবিবার সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন চ্যাম্পিয়ন হয়েছেন। চীনের উ লুও ইউ-কে দুই গেমে ২১-১৪, ২১-১৬ পয়েন্টে হারিয়ে মহিলাদের মধ্যে জয়ী হন পিভি সিন্ধু। এই নিয়ে তৃতীয় বার এই টুর্নামেন্টে জয়ী হলেন তিনি। পুরুষদের সিঙ্গলসে সিঙ্গাপুরের জিয়া হেং সনকে হারালেন লক্ষ্য সেন। মাত্র ৩১ মিনিটেই ২১-৬ ও ২১-৭ ব্যাবধানে জয় পেলেন লক্ষ্য। রবিবার ব্যাডমিন্টনে দিনটি ছিল ভারতেরই। সিন্ধু ও লক্ষ্যের সঙ্গে সঙ্গে মহিলাদের ডাবলসে ট্রেসা জলি ও গায়েত্রী গোপীচাঁদও জিতলেন ট্রফি।
Sindhu, Lakshya win Syed Modi tournament
সৈয়দ মোদী টুর্নামেন্টে জয়ী সিন্ধু, লক্ষ্য
×
Comments :0