TET Protest

ব্রাত্যের মন্তব্যে তীব্র ক্ষোভ, ‘টেট’ উত্তীর্ণদের বিক্ষোভ রাতেও

রাজ্য কলকাতা

শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে ‘টেট’ উত্তীর্ণদের বিক্ষোভ বৃহস্পতিবার।

পরীক্ষা হয়েছে তিন বছর আগে। ফলাফলও ঘোষিত। কিন্তু নিয়োগের চিঠি পাননি টেট উত্তীর্ণরা। বৃহস্পতিবার ফের ভেঙে পড়ে তাঁদের বিক্ষোভ। সে সময়েই রাজ্যের শিক্ষা মন্ত্রী দাবি করেছেন যে শূন্যপদ কত তা নাকি ঠিকই হয়নি!
ব্রাত্য বসুর এমন মন্তব্যের প্রতিবাদেই এদিন সন্ধ্যায় তাঁর বাসভবন অভিমুখে গিয়ে বিক্ষোভ দেখালেন প্রাইমারি ‘টেট’ উত্তীর্ণরা। এদিন সকালে তাঁরাই বিধানসভা অভিযান করেন পুজোর আগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে। 
এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে টেট সংক্রান্ত প্রশ্নে ব্রাত্য বসু বলেন যে কেউ কেউ দাবি করছেন যে শূন্যপদের সংখ্যা ৫০ হাজার। তিনি পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেছেন। শূন্যপদ কত তা নির্দিষ্ট নয়। ব্রাত্যের ব্যাখ্যা, দপ্তরও জানে না শূন্যপদ কত। জেলা প্রাথমিক স্কুল কাউন্সিল পাঠাবে সেই সংখ্যা। বিজ্ঞপ্তি তাড়াতাড়ি দেওয়া হবে।’’
এদিকে বিক্ষোভরত টেট উত্তীর্ণরা শিক্ষা মন্ত্রীর এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। দমদমের কালিন্দীতে শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে তাঁরা বলেন যে এর আগে বলা হয়েছিল ওবিসি সংক্রান্ত মামলার কারণে নিয়োগ আটকে আছে। এখন বলা হচ্ছে যে শূন্যপদই নির্দিষ্ট হয়নি। ২০২২ সালের ‘টেট’ পাস করেও নিয়োগ মেলেনি। রাজ্য সরকার আটকে রাখছে নিয়োগ।
 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন