কুলগাম কেন্দ্রে এগিয়ে সিপিআইএম প্রার্থী ইউসুফ তারিগামী। বেলা পৌনে দশটা নাগাদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই জানানো হয়েছে এই তথ্য।
জম্মু ও কাশ্মীর বিধানসভায় এই কেন্দ্র থেকেই দীর্ঘদিন বিধায়ক থেকেছেন ইউসুফ তারিগামি। সিপিআইএম’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও তিনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এগিয়ে আছে ৩৯ আসনে, কংগ্রেস এগিয়ে আছে ৭ আসনে।
বিজেপি এই রাজ্যে এগিয়ে আছে ২৩ আসনে। ২০১৪’র পর এবারই বিধানসভার ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে। পূর্ণ রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করেছে কেন্দ্রের বিজেপি সরকার
Yousuf Tarigami
কুলগামে এগিয়ে তারিগামি
×
Comments :0