পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মুরারই পঞ্চায়েতের ধিতোড়া গ্রামের একটি স্বনির্ভর গোষ্ঠির মহিলারা এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন মুরারই থানায়। জানা গেছে ওইদিন ধিতোড়া গ্রামের স্বনির্ভর গোষ্ঠির মহিলারা মুরারই এসবিআই ব্যাঙ্ক থেকে ৬ লক্ষ টাকা তুলে ব্লক রোড দিয়ে আসার সময় ঠিক মুরারই পঞ্চায়েত অফিসের কাছে তাঁদের হাত থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে পালায়। দুষ্কৃতীরা বাইকে ছিল। তাঁদের প্রশ্ন এই এলাকায় পঞ্চায়েত, বিডিও অফিস এবং পাশেই থানা। সিসিটিভি ক্যামেরা থাকা সত্বেও দূষ্কৃতিরা কী ভাবে পালালো? তারা এই ছিনতাই এর ঘটনা লিখিত ভাবে থানায় অভিযোগ জানান এবং পুলিশকে অবিলম্বে দূষ্কৃতিদের খুঁজে বার করে টাকা উদ্ধারের দাবি জানান। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারন মানুষের অভিযোগ ঢিল ছুঁড়া দুরত্বে থানা। সেখানে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। কেউ দেখতে পেলনা? তাছাড়া এই এলাকা সিসি ক্যামেরায় আছে। পুলিশ কেন এখনও তাদের সনাক্ত করতে পারলোনা?
এই বিষয়ে মুরারই থানার আইসি সামশের আলি শনিবার জানান, "ধিতোড়া গ্রামের স্বনির্ভর গোষ্টির মহিলারা এই মর্মে একটি
থানায় অভিযোগ জানায়। পুলিশ এলাকার সমস্ত সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে। এবং অভিযোগের ভিত্তিতে একটি মামলাও রুজু করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ দূষ্কৃতিদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে।"
snatching
ভর দুপুরে ৬ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট মুরারইতে
×
Comments :0