coldest day of the season in Kolkata

আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়

রাজ্য কলকাতা

ছবি- সংগৃহীত

বৃষ্টির সম্ভবান নেই, আপাতত কোনও নিম্নচাপের প্রভাব নেই দক্ষিণবঙ্গে। তবে রাজ্যে প্রবেশ করেছে শীতের হিমেল হাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার ছিল ১৬.৪ ডিগ্রি। এই মরশুমে এখনও পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা ছিল বৃহস্পতিবার। শীতের তীব্রতা সকাল থেকেই শহরবাসী অনুভব করেছেন। শুধু কলকাতা সহ দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও শুরু হয়েছে শীতের দাপট। এক ধাক্কায় নেমে ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে দার্জিলিঙয়ের তাপমাত্রা। আগামী কয়েকদিন শীতের দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ভোরের দিকে ছিল কুয়াশার দাপট। বেলা বাড়তেই রোদের দেখা মিলছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন রাজ্যের আবহাওয়া থাকবে একেবারেই শুষ্ক। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি কমতে পারে। সকালের সঙ্গে কুয়াশা দেখা যেতে পারে রাতেও। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের কাছাকাছি। এদিন ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা কমে হতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মূহুর্তে শীতের অনুভূতি অনুভব করছেন রাজ্যের মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে আগামী সাতদিন। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সকাল থেকে সন্ধ্যা শীতের আমেজ কিছুটা বাড়বে। হাওয়া অফিস বলছে আরও বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের দাপট। রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে। তবে মোটের উপর শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।

Comments :0

Login to leave a comment