গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ২৩ জন। নিহতের মধ্যে কয়েকজন পর্যটক এবং সেই ক্লাবের কর্মী রয়েছেন। শনিবার গভীর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি গোয়ার আরপোরা’র বাগা বিচে অবস্থিত। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন বলে জানা গেছে।
গোয়ার পুলিশ প্রধান অলোক কুমার জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
বেশিরভাগ দেহ উদ্ধার করা হয়েছে রান্নাঘর এবং তার আশপাশ থেকে। পুলিশের অনুমান নিহতরা বেশিরভাগ সেই ক্লাবের কর্মী। পর্যটকের দেহও উদ্ধার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী আসে। দমকল কর্মীদের প্রচেষ্টায় রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন আলোক কুমার সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, "আগুন লাগার খবর পুলিশ কন্ট্রোল রুমে রাত ১২ টা ৪ মিনিটে পাওয়া যায়। আগুন ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ২৩ জনের মধ্যে তিনজন পুড়ে মারা গেছেন, বাকিরা শ্বাসরোধে মারা গেছেন। প্রাথমিক তথ্য থেকে জানা যায় যে নাইটক্লাবটি অগ্নি নিরাপত্তা বিধি মেনে চলেনি। উদ্ধার দেহগুলোর অধিকাংশই মিলেছে রান্নাাঘর এবং আশপাশ থেকে। যা থেকে বোঝা যায় যে নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মী ছিলেন। তাঁরা স্থানীয় বাসিন্দা ওই ক্লাবেই কাজ করতেন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা ছিলেন।
কয়েক জন পর্যটকের দেহ উদ্ধার করা হয়েছে। সেই সংখ্যা ৩ থেকে ৪ জন হবে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
উত্তর গোয়ার আরপোরার এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমি বাড়ি ফেরার পথে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। পরে, আমরা ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসতে দেখলাম। যখন আমরা ঘটনাস্থলে পৌঁছালাম, তখন দেখলাম ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, "গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা।" আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক। পরিস্থিতি নিয়ে আমি গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্তের সাথে কথা বলেছি। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আহতদের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, "উত্তর গোয়া জেলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে শোকাহত, যেখানে অনেক প্রাণহানি ঘটেছে।" নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
Fire Goa Club
গোয়ায় নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু
×
Comments :0