টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার গভীর রাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত সোমবার দেশের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিয়মমাফিক চেক আপ করাতে ভর্তি হয়েছেন, তিনি নিজেই একথা জানিয়েছিলেন ফেসবুকে পোস্ট করে।
কিন্তু এদিন হাসপাতাল সূত্রে তাঁর শারিরীক অবস্থার অবনতি হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। সূত্রে বলা হয়েছিল, রতন টাটার অবস্থা সঙ্কটজনক। তাঁকে হাসপাতালের আইসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। কিন্তু এদিন বেশি রাতে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ এক বিবৃতি দিয়ে রতন টাটার জীবনাবসানের কথা জানান।
রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
রতন টাটাকে 'টাইটান'এর সঙ্গে তুলনা করে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, 'ঘড়ির কাঁটা থেমে গেছে। টাইটান প্রয়াত হয়েছেন।' ব্যবসা এবং তার বাইরেও রতন টাটার সততা এবং জনহিতৈষীর প্রশংসা করে গোয়েঙ্কা লিখেছেন, 'চিরকাল উনি আমাদের স্মৃতির শিখরে থাকবেন।'
Ratan Tata
প্রয়াত শিল্পপতি রতন টাটা
×
Comments :0