VIRAT 25 THOUSANDS

২৫ হাজার পার বিরাটের

খেলা

VIRAT 25 THOUSANDS

টেস্ট এবং সিরিজ জিতল ভারত। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানও পার করলেন বিরাট কোহলি। টপকে গেলেন শচীন তেণ্ডুলকরকে। 

রবিবার দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে ভারত। নাথান লিওনের ডেলিভারি বাইন্ডারির বাইরে পাঠিয়ে ২৫ হাজার টপকে যান বিরাট। 

৪৯২ ম্যাচে ৫৪৯ ইনিংস খেলে বিরাটের রান ২৫ হাজার ১২। শচীন ২৫ হাজারে পৌঁছেছিলেন ৫৭৭ ইনিংসে। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের সীমানা পার করেছেন মোট ছয় ব্যাটার। 

শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসও ২৫ হাজার রানের মালিক। তবে দ্রুততম বিরাট কোহলি। 

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের গড় ৫৩.৫৫। রয়েছে ৭৪টি সেঞ্চুরি, ১২৯ হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৫৪ অপরাজিত। 

১০৬টি টেস্ট খেলেছেন বিরাট। ভারতের প্রাক্তন অধিনায় টেস্টে তুলেছেন ৮১৯৫ রান। গড় ৪৮.৭৭। রয়েছে ২৭ সেঞ্চুরি এবং ২৮ হাফ সেঞ্চুরি কেবল টেস্টেই।  

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের লিড ২-০। 

 

Comments :0

Login to leave a comment