POLIT BUREAU WAYNAD

ওয়েনাড়ে ধসে মৃত্যুতে শোক, কেন্দ্রের সহায়তা দাবি পলিট ব্যুরোর

জাতীয়

ওয়েনাড়ে ত্রাণ এবং উদ্ধারে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে যুদ্ধকালীন তৎপরতায়। মঙ্গলবার ধসে ৯৩ জনের মৃত্যুর ঘটনায় এই দাবি তুলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। নিহতদের প্রতি শোক জানিয়েছে পলিট ব্যুরো।
ওয়েনাড়ের চার জায়গায় প্রবল বৃষ্টি এবং ধসে ১২২ জনের মৃত্যুর খবর মিলেছে রাত পর্যন্ত। শতাধিক আহত। মুন্ডাক্কাই, ছোরামালা, আট্টামালা এবং নুলপুড়ায় বহু রাস্তা ধসে গিয়েছে। ভেঙে পড়েছে সেতু। বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কেরালা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ত্রাণ এবং উদ্ধারের কাজে নেমেছে। অন্তত ৪৮১ জনকে উদ্ধার করা হয়েছে ভেসে যাওয়া বিভিন্ন এলাকা থেকে। 
পলিট ব্যুরো আক্রান্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছে। বলেছে, ‘‘আশা করব যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ এবং উদ্ধারের কাজে অংশ নেবে। যুদ্ধকালীন তৎপরতায় পুনর্বাসনের কাজে সহায়তা করবে।’’ 
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন দু’দিন শোক পালন করা হবে রাজ্যে। সব সরকারি অনুষ্ঠান স্থগিত থাকবে। পরপর ধসের জেরে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসেব করার চেষ্ট চলছে। বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।  
মঙ্গলবার সকালে রাজ্যের বাহিনীর পাশাপাশি নামে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সমস্যা হলো আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেরালায়। যে যে জেলায় বৃষ্টিপাত জোরালো হবে বলে অনুমান, তার মধ্যে রয়েছে ওয়েনাড়ও। রাজ্য প্রশাসন জানিয়েছে এই পূর্বাভাসকে বিবেচনায় রেখেই উদ্ধার এবং ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।   
ঘটনায় আক্রান্ত পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্রীক্ নরেন্র্থ মোদীও। তিনি কথা বলেছেন মুখ্যমন্রীম্ পিনারাই বিজয়নের সঙ্গে।

Comments :0

Login to leave a comment