বাংলাদেশে হামলার ঘটনা টেনে সম্ভলে পুলিশের গুলিচালনাকে বৈধতা দিতে চাইছেন যোগী আদিত্যনাথ।
উত্তর প্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, ‘‘বাংলাদেশে যারা হামলা করছে আর সম্ভলের ঘটনায় যারা দায়ী, তাদের ডিএনএ এক।’’
অযোধ্যায় রামায়ন মেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগী বলেন, অযোধ্যা কুম্ভে পাঁচশো বছর আগে বাবারের সঙ্গীরা কী করেছিল মনে রাখুন। একই ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে, একই ঘটনা ঘটেছে সম্ভলে।’’
সরাসরি মুখ্যমন্ত্রীর আসনে বলে মুসলিমদের হামলাবাজ হিসেবে চিহ্নিত করেছেন যোগী। প্রতিবাদে সরবও হয়েছে বিভিন্ন অংশ।
উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন অংশের আবেদনে সম্ভলের নিম্ন আদালত মসজিদ সমীক্ষার নির্দেশ দেয়। পুলিশের বিশাল বাহিনী গিয়ে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ ছড়ালে যোগীর পুলিশের গুলিতে নিহত হন ৫ যুবক।
১৯৯২’র ৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল অযোধ্যায় বাবরি মসজিদ। তার আগে বৃহস্পতিবার সম্ভলে ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ।
সিপিআই(এম) বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় ক্ষোভ জানানোর পাশাপাশি দেশের ভিতর বিজেপি-আরএসএস’র সংখ্যালঘু বিরোধী উগ্র প্রচারের তীব্র বিরোধিতা করেছে। এদিনই আদিত্যনাথ তেমনই প্রচার চালিয়েছেন।
YOGI BANGLADESH SAMBHAL
‘বাবরের লোক’, সম্ভল- বাংলাদেশের তুলনা যোগীর, চলছে বিভাজন
×
Comments :0