শনিবার ব্যস্ত সময় শহরের দুই প্রান্ত ফের দুর্ঘটনা। এদিন সকালে কেষ্টপুর এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনটি বাইকে পর পর ধাক্কা মারে। একজন বাইক চালক ওই পিকআপ ভ্যানের তলায় ঢুকে যান। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি। খবর পেয়ে সেখানে যায় বাগুইআটি থানার পুলিশ। ওই পিকআপ ভ্যানের চালককে পুলিশ গ্রেপ্তার করেছে।
অন্যদিকে শহরের দক্ষিণ প্রান্তে হাইল্যান্ড পার্ক মেট্রো ক্যাশ অ্যান্ড কারির কাছে উল্টে যায় একটি লরি। এই ঘটনায় কোন হাতহতের খবর পাওয়া যায়নি।
Accident
ফের দুর্ঘটনা শহরে

×
মন্তব্যসমূহ :0