Amatya Sen

জোর দিতে হবে ‘যুক্তসাধনায়’ : অমর্ত্য সেন

জাতীয় রাজ্য

‘ভারতের ঐতিহ্য হিন্দু মুসলমানের সম্প্রীতি এবং এক সাথে থাকা।’ শনিবার আলিপুর সংশোধনাগারের একটি অনুষ্ঠানে একথা বলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘‘ইতিহাস দেখলে জানা যাবে ভারতবর্ষে হিন্দু এবং মুসলিমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে। ক্ষিতিমোহন সেন এই সম্প্রীতিকে যুক্তসাধনা বলে চিহ্নিত করেছেন। বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের এই ‘যুক্তসাধনা’র ওপর জোর দিতে হবে।’’
সেন বলেন, ‘‘এটি কেবল অন্য সম্প্রদায়কে বাঁচতে দেওয়া এবং কাউকে মারধর না করার মতো বিষয় কেবল নয়। সম্ভবত এটি বর্তমান পরিস্থিতিতে একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষের মধ্যে বিভাজন বেড়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একসঙ্গে কাজ করা।’’
যুক্তসাধনা সম্পর্কে বিশদভাবে তিনি বলেন, এটি রাজনীতি, সমাজকর্ম এবং শিল্পকলায় প্রকাশিত হয়।
‘‘আপনি কি ওস্তাদ আলি আকবর খান এবং পন্ডিত রবিশঙ্করের মধ্যে তাদের ধর্মীয় পরিচয়ে পার্থক্য করতে পারেন? তাদের শাস্ত্রীয় সঙ্গীতের নিজস্ব ঘরানার জন্য আলাদা করা যেতে পারে’,’ তিনি বলেন।

ভারতের বহুত্ববাদী চরিত্রকে ধ্বংস করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, মমতাজের পুত্র দারা শিকোহ তাদের মধ্যে একজন ছিলেন যারা উপনিষদ ফারসি ভাষায় অনুবাদ করেছিলেন।

বিজেপি শাসনে দেশের পরিস্থিতি নিয়ে বার বার নিজের উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। কয়েকদিন আগে সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম, বিমান বসুর সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় কথা বলেছেন তিনি।

Comments :0

Login to leave a comment