যাদবপুরের হোস্টেলে ফের র্যাগিংয়ের শিকার এক ছাত্র। নিজের পরিচয় গোপন রেখে কর্তৃপক্ষকে করা মেইলে ওই ছাত্র জানিয়েছেন যে তাকে বিভিন্ন ভাবে র্যাগিং করা হচ্ছে হোস্টেলের অভ্যন্তরে। একাধিক ঘটনার কথা মেইলে জানিয়ে তিনি দাবি করেছেন যে হোস্টলের অভ্যন্তরের তিনি নিরাপদ বোধ করছেন না। তবে ওই ছাত্র এও জানিয়েছে যে বাইরে থেকে পড়াশোনা করা কোন ভাবেই তার পক্ষে সম্ভব নয়।
গত আগস্ট মাসে হোস্টেলে যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ। অভিযুক্তদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে নতুন করে র্যাগিংয়ের কথা সামনে আসে ফের বিতর্ক তৈরি হয়েছে। তবে সূত্রের খবর আগের ঘটনায় কোন তদন্ত রিপোর্ট এখনএ পেশ করা হয়নি। কর্তৃপক্ষ নিরুত্তর। চুপ অস্থায়ী ভিসি, রেজিস্ট্রার।
Comments :0