গাজার উত্তর অংশে ইজরায়েলের হামলার নিন্দা করল রাষ্ট্রসঙ্ঘ। প্যালেস্তাইনের জলপাই চাষীদের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগের অভিযোগও উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে।
প্যালেস্তাইনের পাশাপাশি ইজরায়েল হানাদারি চালিয়ে যাচ্ছে লেবাননে। লেবাননের সীমান্তে হেজবোল্লার সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে ইজরায়েলের সেনার।
ইজরায়েলকে ক্ষেপণাস্ত্র রোধী ‘থাড’ মিসাইল ব্যবস্থা দিয়েছে আমেরিকা। বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের লাগাতার সামরিক মদতেই এত বেপরোয়া ইজরায়েল, বিশ্বজুড়ে যুদ্ধবিরতির পক্ষে সক্রিয় সব অংশই এই অভিযোগে সরব।
পশ্চিম এশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, সোমবার সকাল থেকেই লেবাননের সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে। লেবাননের দক্ষিণ অংশে নাবাতিয়ে প্রদেশ এলাকায় চলছে সংঘর্ষ। ঘন্টাখানেক আগেই ইজরায়েলের সামরিক ছাউনি লক্ষ্য করে একঝাঁক রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হেজবোল্লা। ইজরায়েলের উত্তর অংশে বিভিন্ন সামরিক কেন্দ্র লক্ষ্য করে ছোঁড়া হয়েছে এই রকেট।
প্যালেস্তাইনে গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সকাল তেকে ইজরায়েলের হামলায় অন্তত ২৬ জন নাগরিকের মৃত্যু হয়েছে। জাবালিয়া উদ্বাস্তু শিবিরেই মৃত্যু হয়েছে ১৮ জনের।
‘হামাস-কে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ইজরায়েল নির্বিচারে গাজার উদ্বাস্তু শিবিরে বোমা ফেলে চলেছে। উত্তর গাজা থেকে বাসিন্দাদে দ্রুত সরতে বলা হয়েছে। গত এক বছরে বারবার এই কৌশলই নিয়ে চলেছে ইজরায়েল। গাজার বাসিন্দাদের এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়িয়ে বেড়াচ্ছে। তারপর উদ্বাস্তু শিবিরেই ফেলছে বোমা।
রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিভাগ বলেছে, ‘‘গাজার উত্তর অংশে যেভাবে ধ্বংস অভিযান চলছে তার ফলাফল ভয়াবহ হচ্ছে। মৃত্যু এবং উচ্ছেদ দুই-ই চলছে ভয়াবহ মাত্রায়। আমরা উদ্বিগ্ন।’’
PALESTINE LEBANON
গাজায় ফের হামলা, লেবানন সীমান্তে কড়া সংঘর্ষ
×
Comments :0