বাংলা বনধ সফল করতে পথে বিজেপি। বনধ ব্যর্থ করতে মরিয়া প্রয়াস তৃণমূল কংগ্রেসের। নিট ফল বন্ধের সাড়া দিল না চা বাগান। বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধে মিশ্র প্রভাব আলিপুরদুয়ার জেলা জুড়ে পড়লেও চা বলয়ে বন্ধের কোনো প্রভাব পড়েনি। নির্বাচনে উত্তরবঙ্গের চা বলয়ে এত ভোট পাওয়া বিজেপি নেতাদের ডাকা শেষ বন্ধেও বাগানে সেরকম প্রভাব পড়েনি। আর জি করে চিকিৎসক ধর্ষণ করে খুনের প্রতিবাদে চা বাগানের শ্রমিকরাও সরব হয়েছেন, দ্রুত প্রকৃত অপরাধিদের চিহ্নিত করে শাস্তির দাবিও তুলেছেন। তবে বন্ধের সাড়া দিল না চা বাগান। সব বাগানেই সকালে নির্দিষ্ট সময়েই এ দিন শুরু হয় কাজ। দিনের কাজও শেষ হয় নির্দিষ্ট সময়েই।
বাগানে বন্ধের সমর্থনে এবং বিরোধিতা করে বিজেপি তৃণমূল দুই দল আগের দিন প্রচার করেছে। কিন্তু শ্রমিকরা কারো কোনো কথায় গুরুত্ব দেয়নি। এদিন চা বাগানের শ্রমিকরা জানালেন, ‘‘আমরা কাজ না করলে মুজুরি পাব কিভাবে। অন্য কোনো উপার্জনের রাস্তা নেই। একের পর এক বাগান বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল চাবলয় নিয়ে রক্ষা করতে পারেনি। বাগান খোলা তো দুরের কথা, বাগান বন্ধের সংখ্যা বাড়ছে। জেলার দুটি ব্লকে আট'টি চা বাগান বন্ধ। আরো কিছু বাগান আতস কাচের তলায়। চা শ্রমিকদের জীবন যন্ত্রনা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র রাজ্য দুই সরকার। এর কোনো সমাধান চাইছে না।’’
জেলার শ্রমিক নেতা বিদুৎ গুন এবং বিকাশ মাহালী জানিয়েছেন, জেলার প্রায় সব বাগান খোলা ছিলো। স্বাভাবিক কাজকর্ম হয়েছে। বাগানের শ্রমিকদের প্রতিদিন যন্ত্রনা বাড়ছে। কদিন আগে কালচিনি ব্লকের তোর্ষা বাগান বন্ধ হয়ে গেছে। মহুয়া বাগানের অচল অবস্থা চলছে। শ্রমিকদের মুল সমস্যাগুলিকে সরকার দেখছে না। গ্রাচ্যুয়িটি, নুন্যতম মুজুরি, এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন শ্রমিকরা। তার কোনো সমাধান করছে না। আরজি কর নিয়ে চিকিৎসক হত্যার থেকে মুখ ঘুরিয়ে দেবার জন্য দুই শাসক দল বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে। কিন্তু রাজ্যের মানুষ এটা হতে দিবে না। বিচারের দাবিতে আন্দোলন চলবে। যতক্ষন না পর্যন্ত অপরাধীরা শাস্তি পাবে।’’
নবান্ন অভিযানে ‘পুলিশি দমনপীড়নে’র প্রতিবাদে বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। তবে বুধবার ১২ ঘন্টা বন্ধে উত্তর দিনাজপুর জেলায় প্রভাব পড়েনি। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। বাজার চলছে। তবে তৃণমূল বিজেপির বোঝাপড়াতে উত্তর বঙ্গ পরিবহনে বেশ কিছু বাস বন্ধ ছিল। তৃণমূল পরিচালিত রায়গঞ্জ বেসরকারি বাস ডিপো থেকে বাস চালানোর উদ্যোগ কেউ নি।
Bangla Tea Gardens
বন্ধের সাড়া দিল না চা বাগান
×
Comments :0