ফের মাছ ধরতে গিয়ে নৌকাডুবি হল। গতবার ছিল শৌলার মৎস্যজীবীদের দুর্ঘটনা। এবার ঘটনাস্থল হলো জলধা মোহনা। এবারও নৌকায় থাকা সাতজন মৎস্যজীবী সাঁতরে কোন রকমে প্রাণে বেঁচে এসেছেন। সোমবার রাতে জলধা মোহনার কাছে চড়ায় ধাক্কা লেগে নৌকো উল্টে যায়। মৎস্যজীবীরা প্রাণে বাঁচতে জলে ঝাঁপ দেয়। কোনরকমে সাঁতরে মান্দারমনির কাছে উঠে আসেন। নৌকোটি চড়ায় ধাক্কা লেগে ভেঙ্গেই যায়। নৌকার মাছ সহ সরঞ্জাম, মৎস্যজীবীদের মোবাইল ফোন জলে চলে যায়। মূলত তারা ইলিশ ধরার লক্ষ্যে ভুটভুটি নৌকা নিয়ে মাছ ধরতে রওনা দিয়েছিল রাতে এ খবর জানান নৌকার মালিক আখতার উদ্দিন। তিনি বলেন, ‘‘মৎস্যজীবীরা অক্ষত অবস্থায় ফিরে এসেছেন।’’ মৎস্যজীবীদের দাবি অবিলম্বে চড়াপাড়া অংশগুলির ড্রেজিং এর প্রয়োজন। কিন্তু অনেকের অভিমত দুর্যোগের নিষেধাজ্ঞা থাকা সত্বেও অনেকেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মৎস্য শিকারে বেরিয়ে যান। ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয়।
Boat Sank
মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, প্রাণে বাঁচলেন ৭ মৎস্যজীবী
×
Comments :0