BSF Jawan

হিলি সিমান্তে গুলিবিদ্ধ বিএসএফ জ‌ওয়ান

জেলা

কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল থেকে গুলিবিদ্ধ বিএসএফ জ‌ওয়ান। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের গোবিন্দপুর এলাকায় ঘটনা। জখম জ‌ওয়ানের নাম রাহুল সিং(২৪)। তিনি বিএসএফের ১৭ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পদে হিলি সীমান্তের গোবিন্দপুর বিওপিতে কর্মরত। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে গোবিন্দপুর সীমান্তে পাহারা দেওয়ার সময় অসাবধনতায় গুলি পেছনে কোমড়ের উপর দিয়ে পেটের সামনে দিয়ে ফুঁড়ে বেরিয়ে যায়। গুলির শব্দ আতঙ্কিত হয়ে ওঠেন সহকর্মীরা। ঘটনাস্থলে গিয়ে দোখতে পান মাটিতে লুটিয়ে পড়েছেন বিএসএফ জওয়ান। শরীর রক্তে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধর করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থর অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। তাঁকে হেলিকপ্টার করে কলকাতায় আনার ব্যবস্থা করা হয়। সুত্রে খবর গুরুতর জখম ওই বিএসএফ জোয়ানকে হেলিকপ্টার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিএসএফ সূত্রে খবর কয়েক দিন আগেই তিনি হিলি সিমান্তে কাজে যোগ দিয়েছিলেন।
ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, ‘‘অসাবধানবসত নিজের বন্দুক থেকে গুলি চলে আহত হয়েছেন বিএসএফ জওয়ান। বিষটি খতিয়ে দেখা হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment