Polygraph test

চলছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট

রাজ্য

রবিবার সকালে প্রেসিডেন্সি জেলে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করলো সিবিআই। এদিন সিবিআই-এর একটি দল যায়। শুরু হয় সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। সঞ্জয় ছাড়া সিজিও কমপ্লেক্সে আরও কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে বলে জানা গিয়েছে।

শিয়ালদহ আদালতের নির্দেশে এই টেস্ট করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে। আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে মামলা সিবিআইয়ের কাছে হস্তান্ত হলে ওই ব্যাক্তিকে নিজেদের হেপাজতে নেব সিবিআই। আদালতে তারা আবেদন জানান সঞ্জয় এবং সন্দীপ ঘোষ সহ তাদের ঘনিষ্ট কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করার। আদালতের পক্ষ থেকে দেওয়া হয় প্রয়োজনীয় অনুমতি। সেই মতো শনিবার জেলে গিয়ে সিবিআইয়ের পক্ষ থেকে সব কিছু দেখে আসা হয়। রবিবার সকাল থেকে শুরু হয়েছে সেই পরীক্ষা।

চিকিৎসকদের মতে কোন ব্যাক্তি যদি লাগাতার মিথ্যা কথা বলতে থাকে তাহলে তার শারিরীক কিছু পরিবর্তন দেখা দেয়। যা এই পরীক্ষার মাধ্যমে ধরা পড়বে।

Comments :0

Login to leave a comment