CBI

সন্দীপের বাড়ি সিবিআই হানা

রাজ্য

আরজি কর হাসপাতালে দুর্নীতি তদন্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ মোট ১৫ টি জায়গায় একযোগে তল্লাসি চালাচ্ছে সিবিআই। রবিবার সকালে বেলেঘাটায় সন্দীপের বাড়ি গিয়ে হাজির হয় সিবিআইয়ের একটি তদন্তকারি দল। অশান্তি এড়ানোর জন্য বাড়ির চারপাশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। এক ঘন্টার বেশি সময় ধরে সন্দীপকে ডাকা ডাকি করার পর দরজা খোলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। তারপর তার বাড়িতে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। আরজি করে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতেও সিবিআইয়ের একটি দল গিয়েছে। 

চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসার পর অভিযোগ ওঠে যে দীর্ঘদিন ধরে সরকারি এই হাসপাতালে দুর্নীতি চক্র চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয় তদন্ত করার জন্য সিটও গঠন করা হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ওই সিট বাতিল করে দেওয়া হয়েছে। সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে তদন্ত ভার। চিকিৎসকের মৃত্যুর ঘটনার পাশাপাশি দুর্নীতিরও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।

Comments :0

Login to leave a comment