প্রবল প্রতিবাদের জেরে ‘সঞ্চার সাথী’ অ্যাপ মোবাইল ফোনে বাধ্যতামূলক করার নির্দেশিকা ফিরিয়ে নিল কেন্দ্র।
টেলিযোগাযোগ বিধির সাইবার সুরক্ষা সংক্রান্ত নিয়মকে হাতিয়ার করে দেশে তৈরি বা আমদানি করা সব স্মার্টফোনে এই অ্যাপ বাধ্যতামূলক করেছিল কেন্দ্র।
বুধবার নতুন একটি নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছে যে ‘সঞ্চার সাথী’-র ‘প্রি ইনস্টলেশন’ বাধ্যতামূলক করা হচ্ছে না। কারণ? প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ‘এই অ্যাপ এমনিতেই যথেষ্ট জনপ্রিয় হয়েছে’!
সাইবার সুরক্ষার যুক্তি দিলেও এই ‘অ্যাপ’-র আসল উদ্দেশ্য নাগরিকদের ওপর নজরদারি চালানো। নাগরিকদের ব্যক্তিগত স্বাতন্ত্র্যের অধিকারে এমন হস্তক্ষেপে তুমুল প্রতিবাদ হয়।
সিপিআই(এম) মঙ্গলবারই এই অ্যাপ বাধ্যতামূলক করার নির্দেশিকা বাতিলের দাবি তোলে। নতুন মোবাইলে অ্যাপ বাধ্যতামূলক করে বলা হয়েছিল ডিলিট যাতে না করা যায় সেই ব্যবস্থা করতে হবে নির্মাতা সংস্থাকে। পুরনো হ্যান্ডসেটে সিস্টেম আপডেট করার সঙ্গে এই অ্যাপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
Sanchar Sathi
‘সঞ্চার সাথী’ বাধ্যতামূলক করার নির্দেশ বাতিল কেন্দ্রের
×
Comments :0