RG KAR

আর জি কর কাণ্ডের চার্জ গঠন করলো সিবিআই

রাজ্য

আর জি কর ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। সোমবার দুপুর ২টোর সময় শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিক ভলেন্টিয়ারকে। আগামী ১১ নভেম্বর থেকে শিয়ালদহ আদালতেই এই মামলায় শুনানি শুরু হবে। প্রতিদিন হবে এই শুনানি। 
ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গত ৯ আগস্ট আরজি কর ঘটনার ৮৭ দিন পর সিবিআই চার্জশিট এই মামলায় চার্জ গঠনের কাজ শেষ করলো। এবার শুরু হবে বিচারপ্রক্রিয়া। গত ৭ অক্টোবর সিবিআই প্রথম চার্জশিট জমা দিয়েছিল। 
শিয়ালদহ আদালতে থেকে বেড়ানোর সময় ধৃত সঞ্জয় রায় বলেন , “আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।” সে আরও বলে, "সরকার ফাঁসাচ্ছে, আমি ধর্ষণ-খুন করিনি"। 
সোমবার আর জি করে আর্থিক তছরুপের মামলায় আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে।

Comments :0

Login to leave a comment