JALPAIGURI CHILD DEATH

মর্মান্তিক! গলায় লিচু আটকে মৃত্যু শিশুর

জেলা

জলপাইগুড়ি রাজগঞ্জে গলায় লিচু আটকে মৃত্যু শিশুর এলাকায় শোকের ছায়া। ছবি: প্রবীর দাশগুপ্ত

দীপশুভ্র সান্যাল: জলপাইগুড়ি

লিচু গলায় আটকে মৃত্যু হল আড়াই বছরের শিশুর।  ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

জানা গেছে, শনিবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের আলতাবুল রহমানের আড়াই বছরের শিশুপুত্র বাড়ি উঠোনে খেলছিল। রয়েছে লিচু গাছ। গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই মুখে পুরে দেয় শিশুটি। গলায় আটকে যায় লিচু। 

পরিবারের সকলে দ্রুত ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

রবিবার সকাল থেকে আলতাবুল রহমানের বাড়ির সামনে গ্রামের মানুষ থেকেছেন। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। বড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েন। এই বিষয়ে আলতাবুল রহমান জানান, ‘‘গতকাল আমি বাড়ি ছিলাম। বিকেলের দিকে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে যায়।  এর আগেও লিচু খেয়েছে আমার আড়াই বছরের ছেলে।  প্রতিদিন বাড়ির লিচু খায় সে। কিন্তু গতকাল বিকেলে হঠাৎ করে গলায় আটকে যায়। তড়িঘড়ি ফুলবাড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।’’

এলাকার সকলেই বলছেন এই বিপদ অভাবনীয়।  লিচু আটকে গিয়ে মৃত্যু হবে ফুটফুটে ছোট্ট শিশুর, মেনে নেওয়া কঠিন।

Comments :0

Login to leave a comment