পাঁচদিন ধরে বন্ধ ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবা। বাতিল শয়ে শয়ে উড়ান। ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী। এই পরিস্থিতি তৈরি হতে পারে আগে থেকে জানা সত্ত্বেও সংস্থা বা কেন্দ্র কেউই কোনও পদক্ষেপ করেনি। ইন্ডিগোর এই বেহাল অবস্থা নিয়ে এবার মুখ খুললো কংগ্রেস।
শনিবার কংগ্রেস সাংসদ শক্তিকান্ত সেম্বিল দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বলেন, নির্বাচনী বন্ডের তথ্যে দেখা গিয়েছে, বিজেপির সঙ্গে ইন্ডিগোর পরিচালন সংস্থা ইন্টারগ্লোব গোষ্ঠীর ঘনিষ্ঠ আর্থিক লেনদেন ছিল। সে কারণেই কি যাত্রী সুরক্ষার সঙ্গে আপস করে এতদিন ধরে ইন্ডিগো নিয়ে নীরব কেন্দ্র? কংগ্রেসের কথায় ইন্ডিগোর মালিক রাহুল ভাটিয়া এবং তাঁর সংস্থা ইন্টারগ্লোব বড় অঙ্কের চাঁদা দিয়েছিল বিজেপিকে। সেকারণেই নীরব রয়েছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য রাহুল ভাটিয়া এবং তার সংস্থা ইন্টার গ্লোব মোট ৫৬ কোটি টাকা চাঁদা দিয়েছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে। এর মধ্যে বিজেপি একাই ৩১ কোটি টাকা চাঁদা পেয়েছিল। কংগ্রেস পেয়েছে ৫ কোটি টাকা চাঁদা পেয়েছিল।
অন্যদিকে সরকারের সূত্র মারফত জানা গিয়েছে ডিজিসিএ প্রাথমিকভাবে মনে করছে, কেন্দ্রের নতুন বিধি আগে থেকেই সংস্থাকে জানানো হয়েছিল। সেই মতো ব্যবস্থা নেওয়া উচিত ছিল ইন্ডিগোর। কিন্তু সংস্থা সেটা করেনি। সেকারণেই এই অব্যবস্থা এবং মানুষের ভোগান্তি। এই নিয়ে ইন্ডিগোকে নোটিস দিয়েছে ডিজিসিএ। সংস্থার উপর মোটা অঙ্কের জরিমানা করতে পারে কেন্দ্রীয় সরকার।
IndiGo Crisis
ইন্ডিগো নিয়ে বিজেপিকে খোঁচা কংগ্রেসের
×
Comments :0