CPI(ML)

উপ-নির্বাচনে বামপন্থী প্রার্থীদের জয়ী করার আবেদন দীপঙ্কর ভট্টাচার্যের

রাজ্য

আর জি করের আন্দোলনের পটভূমিতেই হতে চলেছে রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা বললেন সিপিআই(এম-লিবারেশন) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘এই উপ-নির্বাচন মানুষের কাছে সুযোগ রাজ্য জুড়ে যেই আন্দোলন চলছে এবং তার যেই আকাঙ্খা তা প্রতিফলিত করার। রাজ্যের বাম ঐক্য এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে।’’ 

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘‘নির্বাচকমণ্ডলী কাছে আবেদন করবো এই উপ-নির্বাচনে বামপন্থী এবং আইএসএফ প্রার্থীদের জয়ী করার জন্য।’’

সিপিআই(এম-লিবারেশন) এর পক্ষ থেকে জানানো হয় যে রাজ্য জুড়ে নারী নিরাপত্তার দাবিতে যেই আন্দোলন চলছে সেই দাবিকেই সামনে রেখে তারা নৈহাটা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন। তার সাথে থাকছে কর্মসংস্থানের দাবিও। নৈহাটি কেন্দ্রের বামফ্রন্ট সমর্থীত সিপিআই(এম-লিবারেশন) প্রার্থী দেবজ্যোতি মজুমদার বলেন, ‘‘নৈহাটির প্রাক্তন বিধায়ক সাংসদ হয়েছেন। কিন্তু মানুষের দুর্দশা বদলায়নি। কারখানা বন্ধ, নতুন করে কোন কর্মসংস্থান তৈরি হয়নি এলাকায়।’’

আর জি কর কাণ্ডের প্রতিবাদে নৈহাটিতে মিছিলের ওপর হামলা চালায় শাসক দলের বাহিনী। ওই দিনের ঘটনার সমালোচনা করে দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘‘যারা সেদিন হামলা চালিয়েছিল তারা আজ শাসক দলের হয়ে নির্বাচন লড়ছে।’’

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন, বিহারের বিধানসভা উপ-নির্বাচনেও লড়ছে সিপিআই(এম-লিবারেশন)। দীপঙ্কর ভট্টাচার্য বলেন, লোকসভা ভোটে সংবিধান বাঁচানোর স্লোগানকে সমানে রেখে যেমন ভাবে লড়াই হয়েছিল বিজেপির বিরুদ্ধে, এই নির্বাচনেও সেই ভাবেই লড়াই হচ্ছে। তিনি অভিযোগ করেন যে নির্বাচনী প্রচারে বিজেপি নেতৃত্ব সরাসরি সংখ্যালঘু বিদ্বেষ ছড়াচ্ছে।  

Comments :0

Login to leave a comment