দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে প্রকাশ্যে খুন এক ছাত্রকে। জানা গিয়েছে ছুরি দিয়ে একজন অন্যজনকে আঘাত করে। মেট্রো স্টেশনের মধ্যে এমন ঘটনা বিরল প্রায়। নিত্যযাত্রীরা প্রশ্ন তুলছেন মেট্রো স্টেশনের মধ্যে এমন অবস্থা হলে নিরাপত্তার কী হবে?
জানা গিয়েছে এক ছাত্র তার সহপাঠীকে আঘাত করে। দক্ষিণেশ্বর প্রান্তিক স্টেশন। ফলে নিরাপত্তা বেশি থাকে অন্য স্টেশনের থেকে বেশি। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা রয়েছে সব মেট্রো স্টেশনেই। তারপরও এমন বেপরোয়া ঘটনায় ছড়িয়েছে ভীতি। ছিয়েছে ক্ষোভও।
প্রশ্ন উঠছে মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও কি ভাবে ধারালো অস্ত্র নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করলো ওই ছাত্র। আর যখন এই ঘটনা ঘটছে তখন কোথায় ছিলেন স্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষ এবং রেল পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।
Crime
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0