SFI

এসএফআইয়ের আন্দোলনের জেরে একবছর পর আইডি কার্ড পেলেন ছাত্র ছাত্রীরা

কলকাতা

প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলেও আইডি কার্ড পায়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসের পড়ুয়ারা। তৃণমূল ছাত্র পরিষদ গায়ের জোড়ে ইউনিয়ন দখল করে থাকলেও ছাত্র ছাত্রীদের এই সমস্যা নিয়ে কোন কথা বলেনি। 

কিন্তু বসে থাকেনি এসএফআই। একাধিকবার ল্যামিনেটেড আইডি কার্ড দেওয়ার দাবি নিয়ে সরব হয়েছে। কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। কিন্তু কোন লাভ হয়নি।   

কয়েকদিন পূর্বে ছাত্রদের থেকে গণস্বাক্ষর সংগ্রহ করার হয় এসএফআই কলকাতা বিস্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে। গণস্বাক্ষর সহ  স্মারকলিপি কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়। তারপর এসএফআইয়ের চাপে কর্তৃপক্ষ বাধ্য হল ল্যামিনেটেড আইডি কার্ড দিতে বাধ্য হয়। 

Comments :0

Login to leave a comment