CPI(M)

প্রয়াত আদিবাসী অধিকার মঞ্চের নেত্রী

জেলা

CPIM

শুক্রবার সন্ধ্যায়  সিপিআই (এম)  ইসলামপুর ১নং এরিয়া কমিটির সদস্যা,সারা ভারত  গণতান্ত্রিক মহিলা  সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির  সদস্যা এবং আদিবাসী অধিকার মঞ্চের নেত্রী ও  বস্তি উন্নয়ন  সমিতির  সংগঠক কমরেড সুরভী  মুন্ডা  শিলিগুড়ির  একটি  বেসরকারী হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। ১৯শে আগস্ট ক্ষুদিরাম পল্লীর নিজ বাড়ীতে  গুরুতর অসুস্থ হয়ে পড়েন  এবং তারপর তাকে ইসলামপুর  মহকুমা হাসপাতালে  ভর্তি করা হয় এবং শারিরিক অবস্থা ক্রমশ অবনতি হলে   শিলিগুড়ি  স্থানান্তরিত করা হয় । সেখানে একটি বেসরকারি হাসপাতালে  চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েক বছর পূর্বে  তাঁর স্বামী বিষ্টু্‌ মুন্ডা  কর্মরত অবস্থায়  প্রয়াত  হন।মৃত্যুকালে কমরেড সুরভী মুন্ডার দুই পুত্র  বর্তমান । 

কমরেড সুরভী মুন্ডার  পৈতৃক নিবাস  দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের  রঘুনাথ পুরে । শ্বশুর বাড়ী দেবিঝোড়া চা বাগানে । তাঁর শ্বশুর  প্রয়াত গোপাল মুন্ডা  বাগিচা শ্রমিকদের  নিয়ে  দার্জিলিং জেলার  প্রয়াত শ্রমিক নেতা কমরেড  বীরেন বোসের  সহযোগিতায় লাল ঝান্ডার ইউনিয়ন  গড়ে তুলেছিলেন । পরবর্তীতে সুরভীর ভাশুর প্রয়াত  শিবরাম  মুন্ডা  লাল ঝান্ডার ইউনিয়ন  সম্পাদক ছিলেন। কমরেড  সুরভী  স্বামীর পথ ধরেই গণ আন্দোলনের সাথে  যুক্ত  হন এবং স্বল্প সময়ে  সাধারণ  মানুষের মধ্যে পরিচিতি লাভ করেন । সিপিআইএম উত্তর দিনাজপুর সদস্য স্বপন গুহ নিয়োগী শোক ব্যক্ত করে বলেন, কমরেড  সুরভীর  পরিবারের  সাথে  দীর্ঘদিনের  সংযোগ। ওর অকাল প্রয়াণে শোক  প্রকাশের ভাষা নেই। গভীর শোক জ্ঞাপন করছি এবং শোকসন্তপ্ত  দুই পুত্র ,পরিবারের সদস্যদের  ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই ।

Comments :0

Login to leave a comment