দীপাবলী উপলক্ষে রাজ্য সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মীদের জন্য সাত হাজার টাকা বোনাস ঘোষনা করলো দিল্লির সরকার। একটি ভিডিও বার্তায় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সরকারি কর্মীদের জন্য দিল্লি সরকারের শিক্ষা, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্প সাফল্য পেয়েছে। কর্মীদের পরিশ্রম ছাড়া এই সাফল্য কোন ভাবে সম্ভব ছিল না। কাজের প্রতি তাদের অবদানের কথা মাথায় রেখে সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন এই বোনাসের কারণ ৫৬ কোটি টাকা সরকারের কোষাগার থেকে খরচ হবে।
ভিডিও বার্তায় কেজরিওয়াল আরও বলেছেন যে, সরকারি কর্মীদের প্রচেষ্টার কারণেই দিল্লি স্বপ্নের নগরীতে পরিনত হয়েছে। মুখ্যমন্ত্রীর জানিয়েছেন যে দীপাবলীর আগে দিল্লি পৌরসভার পক্ষ থেকে ৬৪৯৪ জন স্থায়ী সাফাই কর্মী নিয়োগ করা হবে।
Comments :0