চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন। মৃত চিকিৎসক নাম স্বাতী দে, বয়স ৪৭ বছর। প্রচণ্ড জ্বরে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রক্ত পরীক্ষা করে দেখা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ওই চিকিৎসক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দ্রুত কমতে থাকে প্লেটলেট। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা উল্লেখ রয়েছে। জানা যাচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে মারা গিয়েছেন তিনি। মৃত চিকিৎসকের বাড়ি চন্দননগরের হাটখোলা এলাকায়। তাঁর স্বামীও পেশায় চিকিৎসক। কোচবিহারে কর্মরত তিনি। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজারের বেশি। সরকারি হাসপাতালে ডেঙ্গু পজিটিভ রিপোর্টের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। বেসরকারি হাসপাতাল সেই সংখ্যাটা পাঁচ হাজারের বেশি।
dengue
এবার ডেঙ্গুতে মৃত চিকিৎসক
×
Comments :0