শুক্রবার বিদেশের মাটিতে ভারতের মান রাখার দায়িত্ব ইস্টবেঙ্গলের হাতে। অতীতে এই কাজ করেছে ইস্টবেঙ্গল। ২০১৩ সালে তৎকালীন এএফসি কাপের সেমিফাইনালে উঠেছিল মর্গ্যানের ইস্টবেঙ্গল। বর্তমানে আইএসএলে দেখা মিলছে না লালহলুদ মশালের সেই গনগনে আঁচের। ৬ ম্যাচে ০ পয়েন্ট। এই অবস্থায় বিদেশের মাটিতে এই জয় পেয়ে পরের রাউন্ডে গেলে তা ইস্টবেঙ্গলকে একটা শক্তি দেবে লড়াই করার জন্য। গত ম্যাচে দারুন পারফরম্যান্স করেছিল গোটা দলটাই। বিশেষ করে নজর করেছিলেন তালাল ও ডিয়ামেনটেকস। নতুন কোচ অস্কারের হাতে পরেই বদলে গেছে দলটা।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে অস্কার জানিয়েছেন 'আমরা এই মুহূর্তে চাপে নেই,চাপে থাকলে ম্যাচ যেটা সম্ভব হয়না, তাই আমরা এই চাপটাকে খুশিমতো গ্রহণ করে দেশকে প্রতিনিধিত্ব করতে চাই '। অন্যদিকে ২ ম্যাচের মধ্যে ২ টিই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেজমেহ এফসি। ম্যাচটি ড্র করলেই তারা চলে যাবে পরের রাউন্ডে। কিন্তু ড্রয়ের রাস্তায় যেতে নারাজ লেবাবনের দলটি। নেজমেহের কোচ ড্রাগান জোভানোভিচ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে,তার দল শুক্রবারের ম্যাচে তৃতীয় জয় অর্জন করে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করবে। প্রথম ম্যাচে পারো এফসির সাথে ড্র করে শুক্রবার মরণ বাঁচন ম্যাচ তাদের জন্য। ২ ম্যাচে ৪ পয়েন্ট লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের। ম্যাচটি জিতে আন্তর্জাতিক স্তরে ফের একবার ভারতের মান রাখতে চায় মশালবাহিনী।
Comments :0