East Bengal

মহামেডানকে হারানোর পরিকল্পনা অস্কারের

খেলা

শনিবার ৯ নভেম্বর ডার্বিতে মুখোমুখি হওয়ার আগে শনিবারের প্রেস কনফারেন্সে এসে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন। তিনি জানান ‘আমাদের প্রধান লক্ষ্য এখন সুপার সিক্সে যাওয়াএটা একটা অন্য টুর্নামেন্ট।’ 

বিপক্ষ প্রসঙ্গে অস্কার বলেন, ‘মহামেডানে বেশ ভালো কিছু ফুটবলাররা রয়েছেনকিন্তু মহামেডান এবং আমরা দুইজনেই খুব ভালো শেপে নেই।’ 

নিজেদের দল প্রসঙ্গে আত্মবিশ্বাসের সাথে অস্কার জানান, ‘এএফসি কাপটা এই মুহূর্তে আমাদের কাছে ক্লোজড চ্যাপ্টারএটা খুব একটা ভালো নোটে শেষ হয়েছে। আমি কোন সেরা বিদেশীতে বিশ্বাসী নইআমি পারফরম্যান্স বিশ্বাসী। আক্রমণভাগে ডিমিতালাল ও ক্লেটনের মতো অনেক ফুটবলাররা রয়েছে। ক্লেটন অনুশীলন করছেতিনিও তৈরি নিজের কন্ট্রিবিউশন করতে।’

ফুটবলার নন্দা কুমার জানান, ‘ড্রেসিং রুম আমাদের খুব খুশিআমরা আইএসএলেও এই ধরাবাহিকতা বজায় রাখতে চাই।’ 

কোচ অস্কার প্রসঙ্গে নন্দা বলেন, ‘কোচ আমদের যথেষ্ট আত্মবিশ্বাস দিয়েছেন।’

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন