বিধানসভা উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির প্রকল্প বন্ধ রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কমিশন। এনদিন নির্বাচন কমিশন জানায়, কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি ও উত্তর ২৪ পরগনা জেলার যে ৬ বিধানসভা এলাকায় উপনির্বাচন সেখানে আবাস প্রকল্পের কাজ উপনির্বাচন না মেটা পর্যন্ত বন্ধ রাখতে হবে। ওই সব জায়গায় আদর্শ নির্বাচনী বিধি জারি করেছে কমিশন। তবে জেলাগুলির বাকি অংশে এই কাজ চলতে পারে।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। রাজ্যে আবাস যোজনায় পাকা বাড়ির জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা সরকারি অনুদানের যাচাই করা (ভেরিফিকেশন)-র কাজ শুরু হয়েছে সোমবার থেকে। অথচ উপনির্বাচনের জন্য পাঁচ জেলায় আদর্শ আচরণবিধি ইতিমধ্যেই চালু হয়েছে। অভিযোগ উঠেছিল, যে সব এলাকায় উপনির্বাচন হবে সে সমস্ত জায়গায় আবাস যোজনার কাজ চললে ভোটে তার প্রভাব পড়তে পারে। এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন যেসব জায়গায় হবে, সেই সমস্ত জায়গায় আবাস যোজনার বাড়ি তৈরি সংক্রান্ত সমীক্ষার কাজ করা যাবে না।
Election Commission
উপনির্বাচন পর্যন্ত আবাসের সমীক্ষা বন্ধের নির্দেশ কমিশনের
×
Comments :0