মাল মহকুমার নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে দিনভর আটকে রইল ১০টি হাতি। সন্ধ্যার মুখে বনকর্মীরা তাড়িয়ে হাতির পালকে বনে ফেরত পাঠায়।
জানা গেছে, নাগরাকাটা ব্লকের জলঢাকা নদী ঘেষে রয়েছে হিলা চা বাগান। নদীর পশ্চিম প্রান্তে রয়েছে চাপরামারি বনাঞ্চল। বৃহস্পতিবার সকালে চা বাগানের শ্রমিকরা ১৯ নম্বর সেকসনে হাতির দলটিকে দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনবিভাগের খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা। তাঁরা হাতির দলের উপর পর্যবেক্ষণ শুরু করে। দিনভর হাতির দলটি ওই এলাকায় থেকে যায়। শ্রমিকরা জানায়, সম্ভবত হাতির দলটি জলঢাকা নদী পেরিয়ে এসেছে। দিনের আলো হতেই ফিরে যেতে পারেনি। দলে শাবক আছে। সন্ধ্যার পুর্বে বনকর্মীরা বনে ফেরত পাঠাতে শুরু করে।
ঘটনাস্থলে ছিলেন চালসার বিশিষ্ট পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার। তিনি বলেন, হাতির দলটি যে এলাকা দিয়ে এসেছিল জলঢাকা নদীর ওই এলাকায় কিছুদিন আগে একটি হাতির শাবক নদীতে ভেসে এসেছিল। পরে সেটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সম্ভবত হাতির দলটি সেই শাবকের খোঁজে এসে থাকতে পারে। কারণ ওই এলাকায় কোন ধান ক্ষেত বা ঘাস জমি নেই। হাতির দলটি বেশি দাপাদাপি করেনি।
Elephants
শাবকের খোঁজে হিলা চা বাগানে হাতির দল
×
Comments :0