পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই চলছে কিশতোয়ারে। রবিবার সেনার এক আধিকারিক নিহত হয়েছেন এই গুলির লড়াইয়ে। আহত আরও ৩ সেনা, জানিয়েছে বাহিনী।
শ্রীনগরের কাছে জাবারওয়ান জঙ্গল এলাকাতেও গুলির লড়াই চলছে বলে জানিয়েছে বাহিনী।
গত চব্বিশ ঘন্টায় এই নিয়ে তিন জায়গা থেকে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের খবর জানালো বাহিনী।
জম্মু ও কাশ্মীরের কিশতেওয়ার জেলায় দুই গ্রামরক্ষীকে খুন করেছিল সন্ত্রাসবাদীরা। পুলিশের বকতব্য, সেই নাশকতায় জড়িত দুই সন্ত্রাসবাদীর সঙ্গেই রবিবার গুলির লড়াই চলছে।
গত বৃহস্পতিবার কিশতোয়ারের আধওয়ারিতে দুই গ্রামরক্ষীকে তুলে নিয়ে যায় সশস্ত্র একদল লোক। পরে দুই গ্রামরক্ষীকে গুলি করে হত্যা করে তারা। কিশতোয়ারের পুলিশও নিশ্চিত করেছে ঘেরাটোপে থাকা ওই দুই সন্ত্রাসবাদীই কিশতোয়ারে নাশকতায় জড়িত ছিল।
শনিবার রাতেই বারামুল্লা জেলায় সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে গুলির লড়াইয়ে নিহত হয়েছে সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসবাদী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সংঘাত শুরু হয়।
KASHMIR ENCOUNTER
কিশতোয়ারে গুলির লড়াই, নিহত আধিকারিক, আহত আরও ৩ সেনা
×
Comments :0