বাড়ি উচ্ছেদের প্রতিবাদে জেসিবির চাকার সামনে সটান শুয়ে পড়লেন গ্রামের মহিলারা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া কোরিয়ালে। এদিন পাবলিক ওয়ার্কস ডিপার্টেমেন্টের জায়গা লিজ নিয়ে পেট্রোল পাম্প তৈরি করার জন্য উচ্ছেদে নামে স্থানীয় প্রশাসন। ওই স্থানে বসবাসকারী গরীব মানুষদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন পুলিশ সহ দ্বায়িত্ব প্রাপ্ত সরকারি আধিকারিকরা।
হাইকোর্টের নির্দেশে পাবলিক ওয়ার্কস ডিপার্টেমেন্টের নির্দিষ্ট জায়গায় তৈরি হওয়া বাড়ি উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন হয় বিশাল পুলিশবাহিনী। জেসিবি দিয়ে ঘর ভাঙ্গতে গেলে কান্নায় ভেঙে পড়েন বাড়ির মহিলা,বাচ্চা সহ অন্যান্য সদস্যরা। জেসিবি ও ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। জানা গেছে, কোরিয়াল এলাকায় ৫১২ নং জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প তৈরির লাইসেন্স পান এক ব্যক্তি। ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে পাবলিক ওয়ার্কস ডিপার্টেমেন্টের জায়গা লিজ নেন ভারত পেট্রোলিয়াম সংস্থার মাধ্যমে ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অন্তত চল্লিশ বছর ধরে ওই নির্দিষ্ট এলাকায় চোদ্দটি বাড়িতে তারা বসবাস করছেন।
এলাকার বাসিন্দা টুম্পা ঘোষ অভিযোগ করে বলেন,‘‘ সোমবার রাতে হটাৎ ইলেক্ট্রিক লাইন কেটে দেওয়ায় বাড়িতে স্কুলের পরীক্ষার্থীরা বিপদে পড়ে যায়। হাইকোর্টে যাওয়ার টাকা নেই আমাদের।’’ স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমাদের উপর জুলুম করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। উভয় পক্ষের তরফ হাই্ কোর্টে মামলা করা হলে কোর্ট উচ্ছেদের নির্দেশ দেয়।
এদিন জেসিবি ও ট্রাক্টর নিয়ে বাড়িঘর উচ্ছেদ করতে এসে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন প্রশাসনিক কর্তারা। মহিলারা জেসিবির চাকার সামনে শুয়ে পড়েন। পূর্ত দপ্তর ও জাতীয় সড়কের জায়গায় বসতি হাইকোর্টের নির্দেশে চলা উচ্ছেদ অভিযান গ্রামবাসীদের বিক্ষোভে প্রশাসনের উচ্ছেদ অভিযান বন্ধ রাখে। তবে বিকেলে শেষ পাওয়া খবর অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাদীদের ফের ৩ মাস সময় দেওয়া হয়েছে।
Eviction in Balurghat
পেট্রোল পাম্প তৈরির জন্য বাড়ি উচ্ছেদ, বিক্ষোভ গঙ্গারামপুরে
×
Comments :0