নকল রাসায়নিক সার তৈরির কারখানার হদিশ পেল পুলিস। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের মালিনগাঁও এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালিনগাঁও এলাকার একটি বাড়িতে নকল রাসায়নিক সার তৈরি করে নামী কোম্পানির নাম লেখা বস্তায় ভরে বিক্রি করা হচ্ছিল। শনিবার দুপুরে পুলিস ওই বাড়িতে অভিযান চালিয়ে ৮০ বস্তা নকল সার, মেশিনপত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। বাড়ির মালিকের খোঁজ চলছে।
ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস বলেন, ‘‘মালিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রচুর নকল সার উদ্ধার হয়েছে। তদন্ত চলছে। গোয়ালপোখরে তৈরি নকল সার কোন এলাকায় বিক্রির জন্য পাঠানো হতো, কারা বিক্রির দায়িত্বে ছিল, বিহারে পাঠানো হতো কিনা, চক্রের সঙ্গে আর কারা যুক্ত, এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।’’
রবি মরশুম শুরু হতেই বেশকিছু নামী কোম্পানির রাসায়নিক সার সর্বোচ্চ বিক্রয় মূল্যের থেকে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছিল ইসলামপুরের বিভিন্ন
এলাকায়। এখন নকল সার বিক্রির ঘটনা সামনে আসায় চিন্তায় পড়েছেন চাষিরা।
গোয়ালপোখরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (এডিএ) সামসুল হক বলেন, ‘‘নকল সার উদ্ধারের বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। তবে তিনদিন আগে নির্ধারিত মূল্যের থেকে সারের বেশি দাম নেওয়ার একটি অভিযোগ হয়েছিল। তার ভিত্তিতে আমি তদন্তও করেছি।’’
Fake Fertilizer Goalpokhor
রবি মরশুমে উপদ্রব, গোয়ালপোখোরে হদিস নকল সার চক্রের
×
Comments :0