'লক্ষ্মী এল ঘরে',- পরিবারের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হওয়াতে খুশির হাওয়া। দ্বিতীয় কন্যা সন্তানকে স্বাগত জানাতে অভিনব উদ্যোগ পরিবারের। ঘটনাটি ঘটে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। রবিবার হঠাৎই হাসপাতালের সামনে হাজির বেলুন দিয়ে সাজানো একটি সাদা রঙের প্রাইভেট গাড়ি। পরিবারে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়েছে। আর সেই আনন্দে পরিবারের সদস্যরা সদ্যোজাত সহ সন্তানপ্রসবা মাকে স্বাগত জানাতে বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতালে হাজির হয়েছে। এমনই এক অনন্য ঘটনার সাক্ষী রইল ডুয়ার্সের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল।
বর্তমান সময়কালে যখন সমাজে মেয়েদের উপর নানান আঘাত নেমে আসছে কিংবা মেয়েদের খারাপ চোখে দেখা হচ্ছে, আর ঠিক তখনই বাড়িতে কন্যা সন্তান হওয়ায় অভিনব আয়োজন করে নজর কারলেন মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গার গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি সেনপাড়ার বাসিন্দা ব্রজেন সেন। গত কয়েকদিন আগেই তার স্ত্রী মাধুরী রায় প্রসব বেদনা নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। ৪ ডিসেম্বর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। মা ও মেয়ে সুস্থ থাকায় রবিবার হাসপাতাল থেকে চিকিৎসক ছুটি দেন। ওই দম্পতির আরও একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ায় খুশি পরিবারের সকলে।
বাবা ব্রজেন সেন স্বয়ং বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে স্ত্রী ও নবজাতক কন্যাকে স্বাগত জানাতে হাসপাতালে উপস্থিত হন। প্রসঙ্গত, ব্রজেন বাবু জানালেন, প্রথম কন্যা সন্তান জন্মের পর দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম হয়েছে। অনেকেই কন্যা সন্তান হলে দুঃখ প্রকাশ করেন। কন্যা সন্তান জন্ম নেওয়ায় আমরা আনন্দিত।
পেশায় মোটরসাইকেল মেকানিক ব্রজেন বাবু বর্তমান সময়কালে এক দৃষ্টান্ত স্থাপন করলেন বলেই দাবি অনেকেরই। প্রসঙ্গত পরিবারের তরফে দাবি করা হয়েছে, সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারলে কন্যা সন্তানও পরিবারের মুখ উজ্জ্বল করে। এদিনের এহেন ঘটনা সমাজের কাছে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মত সকলের।
celebrate the birth of their second daughter.
দ্বিতীয় কন্যা সন্তান জন্মগ্রহণ-র আনন্দে অভিনব উদ্যোগ পরিবারের
×
Comments :0