DOCTORS HUNGER STRIKE

ধর্মঘটের দিকে ঠেলে দিচ্ছে সরকার: ক্ষোভ চিকিৎসকদের

রাজ্য

অনশন তেরো দিন পার। দশ দফা মেটাতে কার্যকর কোনও পদক্ষেপ নেই সরকারের তরফে। আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর পক্ষে একমত চিকিৎকরা। সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা একজোটেই নামতে পারেন বৃহত্তর লড়াইয়ে।
শনিবারই পানিহাটি থেকে অনশন মঞ্চে মিছিলের ডাক দিয়েছেন চিকিৎসকরা। মানবন্ধন হবে সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনেও। 
শুক্রবার চিকিৎসক আন্দোলনের নেতা উৎপল ব্যানার্জি বলেছেন, ‘‘আমরা কেউই চাই না ধর্মঘটের মতো কোনও সিদ্ধান্ত নিতে। কিন্তু সরকার অনমনীয়। সোমবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে সরকারকে। মনোভাব না বদলালে সর্বাত্মক চিকিৎসক ধর্মঘটের দিকে যেতে হতে পারে।’’
সরকারি চিকিৎসক সংগঠন এএইচএসডি’র সম্পাদক ডা. ব্যানার্জি বলেন, ‘‘জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে বৃহস্পতিবার। সেখানে সব চিকিৎসক সংগঠনই একমত জুনিয়র ডাক্তারদের বক্তব্যের সঙ্গে।’’ 
শুক্রবারই জুনিয়র চিকিৎসকরা প্রেস বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রীর দিকে  প্রশ্ন ছুঁড়ে দেন। তাঁরা বলেন, আর কতদিন না খেয়ে মুমূর্ষু হয়ে থাকব সেটা আপনি আমাদের বলে দিন। 
অনশনরত জুনিয়র চিকিৎসকরা বলেছেন, "যিনি আমাদের রাজ্যের অভিভাবক তাঁর একবারও মনে হলো না আমাদের দিকে তাকিয়ে দেখার। আমাদের বলতেও কষ্ট হচ্ছে। আমরা খালি জল খেয়ে আছি। ওআরএস, নুন, চিনি কিছু না- কেবল জল। আর সেই জলটা আমাদের চোখ দিয়ে বেরনো খালি বাকি আছে। আমরা তো ওনার সন্তানসম। দুর্গাপুজোয় দেখলাম উনি মেতে আছেন মজে আছেন। উনি কেন এতো নিষ্ঠূর। এটা আমাদের নির্বাক করে।’’
শনিবার পানিহাটি সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত যে 'ন্যায়বিচার যাত্রা'-য় ভরসা দিয়েছেন সাধারণ মানুষ। জুনিয়র চিকিৎসকরা কৃতজ্ঞতা জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের। তাঁরা বলেছেন, ‘‘আমরা সিনিয়র ডাক্তারদের প্রতি কৃতজ্ঞ। ওঁরা আমাদের অভিভাবক, শিক্ষক। ওঁরাই আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা রেখে লড়াই করতে। আমরা তাঁদের কাছেও আবেদন করছি কালকের কর্মসূচিতেও অভিভাবকের ভূমিকা যেন পালন করেন।’’  
শনিবারই সকাল ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সাংস্কৃতিক কর্মীদের টানা অবস্থান চলবে রানুচ্ছায়া মঞ্চে। নাটক গান আঁকা কবিতাপাঠ ইত্যাদি পরিবেশিত হবে সেখানে। 
অন্যদিকে শনিবার বিকেল পাঁচটা থেকে সাতটা রুবি থেকে বেলেঘাটা বিল্ডিং মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে ‘ময়দানের বন্ধুরা’। ওইদিনের ডার্বি হবে ‘দ্রোহের ডার্বি’ এমনটাই দাবি করছেন মোহন বাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা। পাঁচটায় মানববন্ধন শুরু হবে, সাতটা পর্যন্ত চলবে।

Comments :0

Login to leave a comment