বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে গণহত্যা ও সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ করেছেন। নিউইয়র্কে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া ভাষণে শেখ হাসিনা মন্দির, গির্জা ও ধর্মীয় সংগঠন ইসকনে হামলার জন্য ইউনূসের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, আজকে আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। প্রকৃতপক্ষে মুহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের সঙ্গে নিয়ে সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তারাই মাস্টারমাইন্ড। এমনকি লন্ডন থেকে তারেক রহমান (বিএনপি নেতা এবং খালেদা জিয়ার ছেলে) বলেছেন, এই মৃত্যু চলতে থাকলে সরকার টিকবে না,’’ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বলেন।
দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে শিক্ষক, পুলিশ সবাইকে আক্রমণ ও হত্যা করা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের টার্গেট করা হচ্ছে। গির্জা ও বেশ কয়েকটি মন্দিরে হামলা চালানো হয়েছে। এখন কেন বাংলাদেশে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে?’
বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের হিন্দু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার প্রেক্ষাপটে ইউনূসের বিরুদ্ধে কঠোর সমালোচনা করলেন তিনি। তিনজন হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তার উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, পরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশটির দায়িত্ব গ্রহণ করে।
প্রাক্তন এই প্রধানমন্ত্রী দাবি করেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল, তাকেও সেভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। শেখ হাসিনা বলেন, তিনি ‘গণহত্যা’ চাননি বলেই তিনি বাংলাদেশ ছেড়েছেন।
‘‘আমি গণহত্যা চাইনি আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছিল, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমার নিরাপত্তারক্ষীরা গুলি চালালে গণভবনে অণেক মানুষ মারা যেত। আমি সেটা চাইনি,’’ তিনি বলেন।
দেশ থেকে পালানোর আগের শেষ মুহূর্তের কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, তাকে হত্যার জন্য একটি সশস্ত্র জনতা গণভবনে এসেছিল।
তিনি বলেন, ‘‘আমাদের জাতির পিতাকে যেমন ১৫ আগস্ট (১৯৭৫) হত্যা করা হয়েছিল, ঠিক তেমনি গুপ্তহত্যার পরিকল্পনা করা হয়েছিল। ২৫-৩০ মিনিটের ব্যাপার ছিল। কিন্তু আমি আমার নিরাপত্তারক্ষীকে গুলি না চালাতে বলেছিলাম’’।
Comments :0