RG KAR MOVEMENT

কালীঘাট অভিযানে বাধা দিল না আদালত, আইন মেনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ পুলিশকে

রাজ্য

আগামী শনিবার আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার এক বছর পুরণ হচ্ছে। এখনও পর্যন্ত আসল দোষীরা শাস্তি পায়নি বলে সরব হয়েছেন নির্যাতিতার বাবা, মা। আগামীকাল বিচারের দাবিতে কালীঘাট অভিযানের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয় আদালত। সাংবাদিক সম্মেলনে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানিয়েছেন মিছিলের অনুমতি চেয়ে তাদের কাছে আবেদন জানানো হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। তিনি জানান পুলিশের পক্ষ থেকে বিকল্প রাস্তার কথা বলা হয় আন্দোলনকারীদের, তাদের বলা হয় কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করার।
কলকাতা হাইকোর্টে মিছিলে আপত্তি জানিয়ে হাজরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন বলেন, পুলিশ যেহেতু এই কর্মসূচির অনুমতি দেয়নি তাই তাতে তারা কোন হস্তক্ষেপ করবে না। আইন অমান্য করা হচ্ছে মনে করলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। 
অভয়া মঞ্চের পক্ষ থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘মামলাকারীদের আবেদনের লক্ষ্য ছিল জমায়েত যাতে না হয় সেটা নিশ্চিত করা। আদালত জমায়েত করতে কোনও বাধা দেয়নি। আমরা জানিয়েছি শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রতিবাদ জানানো আমাদের সাংবিধানিক অধিকার। পুলিশের অধিকার আইন রক্ষা করা, সেটা ওরা করবে।’’
আগামীকাল কিছু সংগঠনও নবান্ন অভিযানেরও ডাক দিয়েছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে দুটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। হাওড়ার মঙ্গলা হাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি মামলা করা হয় এবং অন্যটি একটি পিআইএল করা হয়। তার মধ্যে একটি মামলায় রায় দিয়েছে কোর্ট। সেখানে বিচারপতি জানিয়েছেন প্রতিবাদ করা মানুষের মৌলিক অধিকার। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে কোনরকম সরকারি সম্পত্তি ধ্বংস করা বা কোন হিংসাত্মক কার্যকলাপ করা বেআইনি তা করা যাবে না। কোর্ট জানিয়েছে প্রতিবাদ কর্মসূচি করতে হলে আইন মেনে ও শান্তিপূর্ণভাবে করতে হবে। পুলিশ সরকারি কর্মী সরকারি কর্তৃপক্ষ সরকারি সম্পত্তি ক্ষতি না করে এই প্রতিবাদ কর্মসূচি করতে হবে। কোর্ট জানিয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন কিছু বিধি-নিষেধ জারি করতে পারে। 
সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছে, ‘আমরা সকলেই জানি নবান্ন রাজ্যের সচিবালয়। এটি একটি ‘হাই সিকিউরিটি এরিয়া’। অত্যন্ত স্পর্শকাতর জায়গা। তাই হাওড়া পুলিশ নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা জারি করেছে। যা পূর্বে ১৪৪ নম্বর ধারা ছিল। তাই নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম জমায়েত করা যাবে না।’
এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী।

Comments :0

Login to leave a comment