২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ২০২২-এ অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য সরকার। আদালত জানিয়েছে এই কাজের কোন আইনি বৈধতা নেই। রাজ্য সরকারের কথায়, স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকসংখ্যার ঘাটতি পূরণ করতেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল।
মামলার শুনানিতে আবেদনকারী পক্ষের যুক্তি ছিল, পুরনো প্যানেল থেকে কাউকে নিয়োগ করার সুযোগ আর নেই। সেই পরিস্থিতিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা গেলে তা প্যানেলের মেয়াদ সমাপ্তির আইনকাঠামোর বিপরীত হবে। আদালত সেই যুক্তিকেই গ্রহণ করে। পর্যবেক্ষণে বিচারপতি জানান, যে প্যানেলের মেয়াদ শেষ, তার ভিত্তিতে নতুন শূন্যপদ তৈরি করা যায় না। আদালত আরও জানিয়েছে যে, কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার ওই ১৬০০ পদে কোনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে থাকলেও তা আর এগোবে না।
Comments :0