High Court

১০০ দিনের হলফনামা আদানপ্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যকে এক মাস সময় দিল হাইকোর্ট

রাজ্য

অবিলম্বে চালু করতে হবে ১০০ দিনের কাজ। সুপ্রিম কোর্টের পর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রকল্পের বকেয়া টাকা সংক্রান্ত হলফনামা আদানপ্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যকে এক মাস সময় দেওয়া হচ্ছে।
এর আগে চলতি বছরের ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সর্বোচ্চ আদালত সম্প্রতি সেই মামলা খারিজ করে দেয়। 
শুক্রবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের আইনজীবী জানান, ‘প্রকল্পের কাজ শুরু করতে এখন আর কোনও বাধা নেই।’ আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে যে এই প্রকল্পের কাজ শুরু করতে দেরি করলে আদালত কড়া অবস্থান নেবে। 
গত মাসের শেষের দিকেই এই মামলাতে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 
প্রায় তিন বছর ধরে রাজ্যে বন্ধ ১০০ দিনের কাজ। তৃণমূল সরকারের দাবি কেন্দ্র ইচ্ছাকৃত ভাবে প্রকল্পের অর্থ আটকে রেখেছে। কেন্দ্রের দাবি, রাজ্যে এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি ভুয়ো জব কার্ড তৈরি করে টাকা লুঠ করেছে তৃণমূল। একাধিক কেন্দ্রীয় দল এসেছে তদন্তের জন্য। কিন্তু একনজও কাউকে এখনও এই ঘটনায় গ্রেপ্তার করতে পারেনি।
দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখে কেন্দ্রীয় সরকার। একশো দিনের কাজে বিপুল দুর্নীতির প্রতিবাদে বারবার বিক্ষোভে নেমেছে বামপন্থীরা। কেন্দ্রের বিজেপি সরকার দুর্নীতির অজুহাত দিয়ে একশো দিনের কাজ বন্ধ করে রাখে তিন বছর। তারও প্রতিবাদ জানায় বামপন্থীরা। সারা ভারত খেতমজুর ইউনিয়ন দাবি তোলে যে দুর্নীতিগ্রস্তদের ধরতে হবে। ধরতে হবে দুর্নীতিগ্রস্ত তডণমূল নেতাদের। কিন্তু রাজ্যের গরিব খেটে খাওয়া মানুষকে শাস্তি দেওয়া হবে কেন।

Comments :0

Login to leave a comment